আজ এক অন্য রবিবার। এক অন্য রবিবার মার্কেতা ভান্দ্রোসোভার কাছে। তিনি আজ বিয়ার খাবেন, প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করবেন। আর কোচের হাতে ট্যাটু করাবেন। ওপেন যুগে প্রথম অবাছাই হিসাবে প্রথম গ্র্যান্ডস্লাম জিতে এটাই জানিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়। শনিবার সেন্টার কোর্টে উইম্বলডনের পুরস্কার জিতে তিনি জানিয়েছেন, কোচের সঙ্গে বাজি ধরেছিলেন, ফাইনাল জিতলে তাঁকেও ট্যাটু করাতে নিয়ে যাবেন। কারণ, ভান্দ্রোসোভার ট্যাটু বড়ই প্রিয়।
গত বছর ১৬ জুলাই বিয়ে হয়েছিল। ফাইলান দেখতে ছুটে এসেছিলেন বর স্টেফান সিমেক। তাঁকে নিয়েই রবিবার লন্ডনে প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করবেন। অল্প বিয়ার খেয়েই পরিবারের সঙ্গে সেই সেলিব্রেশন হবে। অবাছাই থেকে অপ্রতিরোধ্য। সেন্টার কোর্টে দাঁড়িয়ে তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের কাহিনি শুনিয়ে গেলেন মার্কিতা।
২৪ বছরের ভন্দ্রোসোভা ছোট থেকেই খেলার পরিবেশে বড় হয়েছেন। তাঁর দাদু জাতীয় স্তরে পেন্টাথলন চ্যাম্পিয়ন। মা পেশাদার ভলিবল খেলোয়াড় ছিলেন। ছোট থেকেই টেনিসে দাপট দেখাতে থাকেন ভন্দ্রোসোভা। জুনিয়র স্তরে বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছিলেন। সিনিয়র স্তরে এসে শুরুতেই চমক দিয়েছিলেন এই বাঁ হাতি খেলোয়াড়। ২০১৯ সালে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। সেখানে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির কাছে পরাজিত হয়েছিলেন।