মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহের অভিযোগ। এবার এই নিয়ে মুখ খুললেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং (Wrestling Federation President)। তিনি জানান, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের অভিযোগ সত্যি নয়।
ফেডারেশন প্রেসিডেন্ট জানান, তিনি কখনও কোনও মহিলা কুস্তিগিরকে যৌন নিগ্রহ করেননি। তিনি যে কোনও তদন্তের জন্য প্রস্তুত। ব্রিজভূষণের মতে যদি এমন কিছু প্রমাণিত হলে গলায় দড়ি দেবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: যৌন নিগ্রহের শিকার মহিলা কুস্তিগিররা, ফেডারেশনের বিরুদ্ধে ধর্নায় পদকজয়ী ভিনেশ, সাক্ষীরা
বুধবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক সহ আরও অনেক কুস্তিগির। মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ তোলেন কোচদের বিরুদ্ধে। ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধেও যৌননিগ্রহের বিস্ফোরক অভিযোগ তোলেন অলিম্পিয়ানরা।