অলিম্পিক থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন জুটি চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ। প্যারিস অলিম্পিকে এতটা খারাপ ফল আশা করেনি দেশ। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তাঁরা। এই ব্যর্থতার পর তাঁদের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ম্যাথিয়াস বো। চলতি বছর মার্চে অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে বিয়ে হয় ম্যাথিয়াসের। দায়ভার কাঁধে নিয়ে ইস্তফা দিলেন ডেনমার্কের প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার।
টোকিও অলিম্পিকের আগে এই ভারতীয় জুটি চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজের দায়িত্ব নিয়েছিলেন ম্যাথিয়াস। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে সোনা পান তাঁরা। কিন্তু অলিম্পিকে তাঁর কোচিংয়ে ব্যর্থ। অলিম্পিক থেকে বিদায়ের পর ম্যাথিয়াস ইনস্টাগ্রামে জানিয়েছেন, "কোচিংয়ের দিন শেষ। ভারত বা অন্য কোথাও এই কাজ করব না আপাতত। ব্যাডমিন্টনের জন্য অনেকটা সময় দিয়েছি। এখন অনেক বয়স হয়েছে।"
চিরাগ ও সাইরাজকে নিয়েও মুখ খুলেছেন ম্যাথিয়াস। তিনি লেখেন, প্যারিস থেকে হয়তো ওরা পদক নিয়ে আসতে পারেনি। কিন্তু তিনি জানেন, এই জুটির মধ্যে দম আছে। অলিম্পিকে তাঁদের লড়াই করার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।