একইদিনে মহিলাদের বিশ্ব বক্সিংয়ে ভারতের ঝুলিতে জোড়া সোনা। প্রথমে নীতু ঘাঙ্ঘাসের পর শনিবার সোনা জিতলেন সুইটি বোরা। ৮১ কেজি বিভাগে সুইটি হারালে চিনা প্রতিপক্ষকে। দেশের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন সুইটি। এরআগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন সুইটি।
বক্সিংয়ের পাশাপাশি অতি সম্প্রতি সুইটিকে দেখা গিয়েছিল এক অন্য ভূমিকায়। হরিয়ানার হিসারের সুইটি পা মিলিয়েছিলেন রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রাতেও। রাজস্থানের দৌসাতে স্বামী দীপক হুডার সঙ্গেই রাহুলের মিছিলে দেখা গিয়েছিল সুইটিকে। নকআউট স্টাইলে ছবিও তুলেছিলেন।
শনিবার ভারতকে প্রথম সোনা এনে দেন নীতু। ৪৮ কেজি বিভাগে নীতুকে নিয়ে পদকের আশা ছিল ভারতের। পদকের রং সোনালি হবে, তা হয়তো অনেকে ভাবতে পারেননি। তবে ২২ বছরের তরুণী বক্সার ফাইনালে ওঠার পর তাঁকে নিয়ে আশা বাড়ে ভারতীয় বক্সিং মহলের। নিরাশ করেননি তিনি। বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর থেকে দেশকে দিয়েছেন প্রথম সোনা। মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের এই নিয়ে ১২টি পদক এল ভারতের ঝুলিতে। মেরি কম একাই ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।