তিনি একজন রূপান্তরিত মহিলার কাছে পদক হেরেছেন। অ্যাথলেটিক্সের নিয়ম ভাঙা হয়েছে। তিনি পদক ফেরত চান। চিনের এশিয়ান গেমসের হেপ্টাথেলনে পদক হারানোর পর বিস্ফোরক অভিযোগ ভারতের স্বপ্না বর্মণের।
অভিযোগ এই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী সতীর্থ নন্দিনী আগাসারার বিরুদ্ধে। সোশাল মাধ্যমে অভিযোগ জানিয়ে সবাইকে তাঁর পাশে থাকতে অনুরোধ করেছেন বাংলার স্বপ্না।
যদিও নন্দিনী নিয়ম ভেঙেছেন কীনা, তা সরকারি ভাবে এখনও স্পষ্ট নয়। রবিবার চিনের মাটিতে হেপ্টাথেলন ইভেন্টে চতুর্থ হন স্বপ্না।
আরও পড়ুন : সোমবার সাত সকালেই ব্রোঞ্জ জয় ভারতের, মহিলা স্কেটিং-এ তৃতীয় স্থানে কার্তিকা-হীরলরা
তারপরেই এই অভিযোগ করেন তিনি। চার বছর আগে জার্কাতার সোনাজয়ীর এই অভিযোগে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের।
হেপ্টাথলনের ফাইনালে এক সময়ে নন্দিনীর থেকে অনেকটা আগে ছিলেন স্বপ্না। ষষ্ঠ রাউন্ডের পরে চতুর্থ স্থানে ছিলেন তিনি। নন্দিনী অনেকটা পিছিয়ে ছিলেন।
কিন্তু শেষ ইভেন্টে এক নম্বরে শেষ করেন নন্দিনী। ফলে স্বপ্নাকে টপকে যান। শেষ পর্যন্ত ৫৭১২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন নন্দিনী। ৫৭০৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেন স্বপ্না।