সুড়কি কোর্টে পরপর দুবারের রানি পোল্যান্ডে ইগা সোয়ানটেক। শনিবার মহিলাদের ফাইনালে প্রতিপক্ষ চেকের মুচুভাকে দুই-এক সেটে হারিয়ে ফরাসি ওপেন জিতলেন সোয়ানটেক। ম্যাচের ফল ৬-২, ৭-৫, ৬-৪। রোলা গ্যাঁরোতে গতবছরও চ্যাম্পিয়ন হয়েছিলেন এই পোলিশ। ২২ বছরের বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড়কে এই ম্যাচ জিততে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। তাঁর থেকে চার বছরের বড় মুচুভা প্রতি গেমেই তাঁকে রুখে দিয়েছিল।
দীর্ঘ সময় কোর্টের বাইরে থেকে এই বছরই ফের পেশাদার সার্কিটে ফিরেছেন মুচুভা। দু বছর আগে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন। মনে করা হয়েছিল, মুচুভার বিরুদ্ধে সহজেই ফরাসি ওপেন ছিনিয়ে নেবেন সোয়ানটেক। কিন্তু শুরু থেকেই পোলিশ বনাম চেকের লড়াই উপভোগ করে রোলা গ্যারোঁ।
সুড়কির কোর্টে বিশ্বের এক নম্বরকে কার্যত ছুটিয়ে মারেন মুচুভা। প্রথম সেট ৬-২ ফলে জিতলেও, দ্বিতীয় এবং তৃতীয় সেটে সিয়নটেককে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। দ্বিতীয় সেটে সার্ভিস ব্রেক করেন মুচুভা। সাত-পাঁচ ফলে সেটও জিতে নেন। এরপর শুরু হয় তৃতীয় সেটের লড়াই। যেখানে সিয়নটেককে কার্যত স্বাধীনতার যুদ্ধ লড়তে হয়েছে। মুচুভা সম্পর্কে আগেই সিয়নটেক জানিয়েছিলেন, তিনি এই চেক টেনিস তারকার বড় ভক্ত। কেন বলেছিলেন, তা শনিবাসরীয় প্যারিস সাক্ষী হলে থাকল।