কাজাখাস্তানের আলেকজান্ডার বুলবিককে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরি করেছেন ভারতের সুমিত নাগাল। দ্বিতীয় রাউন্ডে জিতলেই মুখোমুখি কার্লোস আলকারাজের। তবে তা নিয়ে ভাবতে চাইছেন না সুমিত।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ২৭ নম্বরে থাকা বুলবিককে হারান সুমিত। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ অবাছাই শাং জুনচেং। সেই ম্যাচ জিতলে আলকারাজের বিরুদ্ধে নামবেন সুমিত। তাঁর মতে, এখনও একটা রাউন্ড খেলতে হবে। তাই এখনই সেই ম্যাচ নিয়ে ভাবছেন না। জিতলে অবশ্যই আলকারাজের ম্যাচ নিয়ে ভাববেন বলে জানিয়েছেন তিনি।
১৯৮৯ সালের পর গ্র্যান্ড স্লামের মঞ্চে বাছাই টেনিস প্লেয়ারকে হারিয়ে মঙ্গলবার ইতিহাস তৈরি করেন সুমিত নাগাল। চোট সারিয়ে ফেরার পর তিনি আরও অনেক পরিণত। তাও জানিয়েছেন সুমিত নাগাল।