সুইস ওপেনে সুপার সিরিজ টুর্নামেন্টে ছেলেদের ডাবলসে জয় ভারতীয় জুটির। চিনা জুটির বিরুদ্ধে জিতলেন সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। গতবছরও থমাস কাপে জয়ে বড় ভূমিকা রাখেন তাঁরা। চিনা প্রতিপক্ষ টাং কিউয়ান ও রেন ইউ জিয়াংয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে জেতেন তাঁরা।
রবিবার ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম গেমে ভারতীয় জুটি জেতে ২১-১৯ ব্যবধানে। দ্বিতীয় গেমে লড়াই হলেও ২৪-২২ ব্যবধানে জয় পায় ভারতীয় জুটি। ৫৪ মিনিটে শেষ হয় ম্যাচ।
২০২৩ সালে সাত্বিক ও চিরাগের এটিই প্রথম ট্রফি। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন সাফল্য পাওয়ায় তাঁদের উপর প্রত্যাশাও বেড়েছে। গত বছর ইন্ডিয়া ওপেন ও ফরাসি ওপেন জেতেন তাঁরা।