বছরের শেষ গ্র্যান্ডস্লাম (Grand Slam) খেলেই অবসর নেবেন সানিয়া মির্জা (Sania Mirza)। অর্থাৎ ইউএস ওপেনই (US Open) তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লাম হতে চলেছে। এমনই জানিয়ে দিলেন ভারতীয় টেনিস তারকা। তবে নতুন করে চোট পেলে আগেই সরে দাঁড়াবেন সানিয়া।
আগেই জানিয়েছিলেন, ২০২২ সালই তাঁর কেরিয়ারের শেষ বছর হবে। কিন্তু কোন টুর্নামেন্ট থেকে অবসর নেবেন, তা খোলসা করেননি সানিয়া। এবার জানালেন, ইউএস ওপেনেই এই সিদ্ধান্ত নিতে চান সানিয়া। বর্তমানে রোমে আছেন সানিয়া। ফরাসি ওপেনের প্রস্তুতি হিসেবে ইটালিয়ান ওপেন খেলছেন সানিয়া মির্জা ও লুসি রাদেকা।
আরও পড়ুন: বুধবার প্লে-অফের লক্ষ্যে নামছে রাজস্থান রয়্যালস, হারলেই প্লে-অফের আশা শেষ দিল্লির
এবার ফরাসি ওপেনের পর আছে উইম্বলডন ও ইউএস ওপেন। সানিয়া জানান, ফরাসি ওপেনের পর চোট না থাকলে বছরের বাকি দুই গ্র্যান্ডস্লামও খেলবেন তিনি।