বেশ কয়েকদিন ধরে আলোচনায় সানিয়া মির্জা ও শোয়েব মালিক। সত্যি কি বিবাহবিচ্ছেদ হচ্ছে তাঁদের! এ ব্য়াপারে প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। এবার তাঁদের বিচ্ছেদের খবর দিলেন দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বন্ধুর দাবি, দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা আলাদা থাকাও শুরু করেছেন। এর বেশি তিনি কিছু বলতে পারবেন না।
সূত্রের খবর, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাঁদের সন্তান ইজহান মির্জা মালিক। সন্তানকে একসঙ্গেই দেখাশোনা করছেন বলে খবর। জল্পনা চলছে, বর্তমানে অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শোয়েব। নেটমাধ্যমে সানিয়ার বেশ কিছু ছবি পোস্টের পর সেই গুঞ্জন আরও বাড়ে। ইনস্টাগ্রামে পোস্টও করেন সানিয়া। ছেলেরও একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, "যে মুহূর্তগুলি কঠিন সময় পার করে দেয়।"
আরও পড়ুন: ধর্ষণের পর এবার হাতাহাতি, আরও এক শ্রীলঙ্কার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে
যদিও ফেসবুকে একটি পোস্টে সানিয়ার বাবা ইমরান মির্জা সাফ লেখেন, "গত কয়েকদিন ধরে নির্দিষ্ট বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা হচ্ছে। যাতে আমি ও আমার পরিবার বিধ্বস্ত। অর্ধসত্য একটি বিষয়কে নিয়ে আমাকে ব্যক্তিগতভাবে বিরক্ত করছেন। শোয়েব মালিক ও সানিয়া মির্জা গত ১২ বছর ধরে ওরা বিবাহিত জীবন কাটাচ্ছে। বাকিদের মতোই ওদের জীবনেও ওঠানামা আছে।"