সিঙ্গলসে ভরাডুবি। তবে এশিয়ান গেমসে পুরুষদের ডবলসে পদক নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে উঠলেন সাকেত মিয়ানি ও রামকুমার রামনাথন জুটি। স্ট্রেট সেটে জিতেই এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন তাঁরা।
কিন্তু লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা পরবর্তী ভারতীয় টেনিসের অবক্ষয় কোথায়, তা এবার দেখিয়ে দিল চিন। পদকের আশা নিয়েই এবার এশিয়ান গেমসে গিয়েছিলেন দুই ভারতীয় সুমিত নাগাল এবং অঙ্কিতা রায়না। সিঙ্গলসে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই কার্যত উড়ে গেলেন দুই ভারতীয়। ফলে টেনিস থেকে পদক এখন ডবলস এবং মিক্সড ডবলস থেকেই আসতে পারে।
আরও পড়ুন : এশিয়ান গেমস শুটিংয়ে আরও একটি রুপো ভারতের, রুপো জিতলেন অনন্তজিৎ সিং
দু ঘণ্টা ১৬ মিনিটের ম্যাচে সুমিতের হার চিনের কাছে। আর পাঁচ বছর আগে ভারতের হয়ে ব্রোঞ্জ জয়ী অঙ্কিতার হার জাপানের কাছে।