৪২ বছর বয়সেও সাফল্য। ফরাসি ওপেনের ডাবলসে সেমিফাইনালে (French Open 2022) উঠলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। মাতওয়ে মিডলকুপের সঙ্গে জুটি বেঁধে এবার ফরাসি ওপেনে নামেন তিনি। সোমবার কোয়ার্টার ফাইনালে লয়েড গ্লাসপুল ও হ্যারি হেলিওভারার বিরুদ্ধে খেলার স্কোর ৪-৬, ৬-৪ ও ৭-৬।
২০১৫ সালের পর প্রথম কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে রোহন বোপান্না। ৪২ বছর বয়সে ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠে নতুন করে গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখছেন তিনি। সোমবার কোয়ার্টার ফাইনালে ১২৪ মিনিটের লড়াই করেন রোহন বোপান্না ও মাতওয়ে মিডলকুপ।
আরও পড়ুন: ডিসেম্বরেই ভারতে আসবে অস্ট্রেলিয়া, হরমনপ্রীতদের সঙ্গে খেলবে ৫টি T20
২০১৭ সালে ফরাসি ওপেনের মিক্সড ডাবলস জেতেন বোপান্না। সেই সময় তিনি গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে পার্টনারশিপ করেছিলেন। ২০১৫ সালে ছেলেদের ডাবলসে সেমিফাইনালে ওঠেন বোপান্না। সেবার তাঁর জুটি ছিল ফ্লোরিন মার্জিয়া।