বিশ্বরেকর্ড করলেন রোহন বোপান্না। পুরুষদের মধ্যে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি, আন্দ্রেয়া ভাবাসোরিয়াকে হারিয়ে ৭-৬, ৭-৫ অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরি করলেন তিনি। এবং তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় ম্যাথেউ এবডেন।
এর আগেও ২০১৩ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ওপেন ফাইনালে পৌঁছেছিলেন তিনি। যদিও ট্রফি জিততে পারেননি। কিন্তু এবার রেকর্ড গড়লেন বোপান্না।
বিগত দিনে টানা পাঁচটি ফাইনালে হেরেছিলেন রোহন বোপান্না-এবডেন। কিন্তু অস্ট্রেলিয়া ওপেনে তার ছিটেফোঁটাও লাগলো না। এবারের ম্যচগুলির মধ্যে মাত্র একটি মাত্র ম্যাচে ছাড়া বাকি ম্যাচগুলিতে টাইব্রেকারে জেতেন তিনি।