ভারতের অলিম্পিক সংস্থাকে আধুনিক করার চেষ্টা। এবার পিটি উষার নেতৃত্বাধীন সংস্থা নিয়োগ করল নতুন সিইও। রঘুরাম আইয়ারকে সিইও করা হয়েছে।
এর আগে আইপিএলের দল রাজস্থান রয়্যালস, রাইজিং পুনং সুপারজায়ান্ট, লখনউ সুপার জায়ান্টসে কাজ করেছেন রঘুরাম আইয়ার। এটিকে মোহনবাগানের হয়েও কাজ করেছেন। অলিম্পিক সংস্থা জানিয়েছে, নমিনেশন কমিটি এক বছর ধরে খুঁটিয়ে দেখে রঘুরাম আইয়ারকে নিয়োগ করেছে। নতুন সিইও কার্যকরী সমিতিরও অংশ হবেন। নির্বাচিত সদস্য না হওয়ায় ভোট দিতে পারবেন না।
সুপ্রিম কোর্টের কমিটির খসড়া সংবিধান অনুযায়ী একজন সিইও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একবছর নির্বাচন হলেও কেন সিইও নিয়োগ করা হয়নি, তা নিয়ে আইওসি-র উপর ক্ষুব্ধ ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।