ম্যাগনাস কার্লসেনকে দ্বিতীয় ক্লাসিক্যালের রুখে দিলেন ভারতের ১৮ বছর বয়সী রমেশবাবু প্রজ্ঞানন্দ। দুই রাউন্ডের শেষেও পাওয়া গেল না বিশ্ব চ্যাম্পিয়ন। দুই তারকাই করমর্দন করে ড্রয়ের সিদ্ধান্ত নেন। এবার খেলা গড়াল টাইব্রেকারে।
বুধবার সাদা ঘুঁটি নিয়ে বসেন কার্লসেন। কালো ঘুঁটি ছিল প্রজ্ঞানন্দের। দুজনই আগ্রাসী হয়ে এই গেম শুরু করেন। একটা সময়ের পর দুজনেই কুইন বাঁচানোর চেষ্টা করেন। ৩০ চালের পর ড্রয়ে শেষ হয় ম্যাচ।
মঙ্গলবার প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হয়। এই ম্যাচ জিতে গেলে চ্যাম্পিয়ন হতে পারতেন কার্লসেন। এদিনও আটকে খেলা টাইব্রেকারে নিয়ে গেলেন প্রজ্ঞানন্দ।