ফের শিরোনামে ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসের উইক আন জি-তে টাটা স্টিল মাস্টার্সে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারালেন তিনি। এই জয়ের সঙ্গেই বিশ্বনাথন আনন্দকে পেরিয়ে গেলেন প্রজ্ঞানন্দ।
মঙ্গলবার রাতের ম্যাচের পর প্রজ্ঞানন্জেক ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮.৩। বিশ্বনাথন আনন্দের রেটিং বর্তমানে ২৭৪৮। ০.৩ ব্যবধানে এগিয়ে প্রজ্ঞানন্দ। ক্লাসিকাল দাবায় দ্বিতীয় ভারতীয় হিসেবে কোনও বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন প্রজ্ঞানন্দ। এর আগে এই রেকর্ড ছিল বিশ্বনাথন আনন্দের।
একাধিক বার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞানন্দ। মঙ্গলবার জয়ের পর তিনি বলেন, শুরু থেকেই তালে তাল মিলিয়ে খেলেছেন তিনি। বুঝতে পেরেছেন, কিছু চাল প্রতিপক্ষ ভুল দিচ্ছে। প্রথম তিনটে গেম ড্র করলেও ক্লাসিকাল গেম বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে খুশি প্রজ্ঞানন্দ।