দাবা বিশ্বকাপের ফাইনালের প্রথম রাউন্ডের খেলা ড্র। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে সময়ে পিছিয়ে পড়েও ড্র করলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় বুধবার দ্বিতীয় ক্লাসিক্যাল গেম হবে। সেটি ড্র হলে টাইব্রেকার হবে।
মঙ্গলবার আজেরবাইজানের বাকুতে ফাইনালের প্রথম ক্লাসক্যাল রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে নামেন প্রজ্ঞানন্দ। ইংলিশ ভেরিয়েশনে খেলা শুরু করেন। প্রজ্ঞা বেশ দ্রুত চাল দেন। একটা সময় পিছিয়ে পড়েও দ্রুত চাল দিয়ে খেলায় ফেরেন কার্লসেন।
একটি চাল দিতে প্রায় ২৮ মিনিট সময় নেন প্রজ্ঞা। কার্লসেন দ্রুত চাল দিয়ে চাপ বাড়ান। দুই প্রতিযোগী কুইন হারান। স্নায়ুর চাপ ধরে রেখে রুখে দেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে। ৩৫ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী।