PV Sindhu : বিয়ের পিঁড়িতে 'সোনার মেয়ে' সিন্ধু, পাত্র কে জানেন?

Updated : Dec 04, 2024 15:45
|
Editorji News Desk

রবিবারই সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ট্রফি জিতেছেন 'সোনার মেয়ে' পিভি সিন্ধু। প্রায় দু'বছরেরও বেশি সময় পর তাঁর ঝুলিতে পদক এসেছে। এরমধ্যেই সুখবর জানালেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শাটলার ২৯ বছরের পিভি সিন্ধু। এবার নতুন এক কোর্টে নামতে চলেছেন তিনি। না ব্যাডমিন্টন কোর্টে না। এবার  বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি৷ আগামী ২২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধবেন সিন্ধু। 

পাত্র কে জানেন? 

জানা গিয়েছে, পাত্র হায়দরাবাদের বাসিন্দা ভেঙ্কট দত্ত সাই। তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন এই ব্যাটমিন্টন তারকা ৷ ভেঙ্কট দত্ত সাই বর্তমানে বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার এক শীর্ষকর্তা ৷ তাঁর কোম্পানির নাম পোসিডেস্ক টেকনোলজি। গত পাঁচ বছর ধরে এই সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন তিনি৷ 

সিন্ধুর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে পাত্রকে নিয়ে জোর চর্চা৷ চলছে দেদার গুগল সার্চ৷ এরই মধ্যে লিঙ্ককডিনের প্রোফাইল থেকে জানা গিয়েছে, ২০১৮ সালে বিবিএ করেছেন পাত্র ভেঙ্কট। মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করার পর, ২০১৯ সাল থেকে নিজের কেরিয়ার শুরু করেন সিন্ধুর হবু স্বামী।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপ করেন ভেঙ্কট। এমনকি আইপিএলে দিল্লি ম্যানেজমেন্টের অংশও ছিলেন তিনি৷  তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকলেও লিঙ্কডইনে তিনি সক্রিয়। সেখানে তিনি নিজের আপডেট দিয়ে থাকেন।

সিন্ধু নিজে বিয়ের খবর জানাননি। সোমবার এক সংবাদ সংস্থাকে সিন্ধুর বাবা পিভি রমনা মেয়ের বিয়ের খবর জানিয়েছেন। তাঁর কথায়, দুই পরিবারই দীর্ঘ দিন একে অপরকে চেনে। তবে, মাত্র এক মাস আগে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 

জানুয়ারি থেকে সিন্ধুর একাধিক ম্যাচ রয়েছে। সেই কারণেই ডিসেম্বরেই চার হাত এক করার সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার।  আগামী ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রয়েছে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ২০ ডিসেম্বর থেকে। চার হাত এক হবে  রাজস্থানের উদয়পুরে শহরে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে পিভি সিন্ধু এবং বেঙ্কট দত্ত সাইয়ের।।  

বিয়ের দিনক্ষণ এমনভাবেই রাখা হয়েছে, যাতে জানুয়ারি মাসেই ফের ব্যাডমিন্টন কোর্টে ফিরতে পারেন সিন্ধু। ২০২৫ সালের মালেশিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ওপেনে তাঁর খেলার ইচ্ছা রয়েছে। পাশাপাশি সিন্ধুর প্রধান টার্গেট প্যারিসের ২০২৫ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ফলে বোঝাই যাচ্ছে বিয়ের পর পুরোদমে ফের ব্যাডমিন্টন কোর্টে ফিরবেন নববধূ। 

এক নজরে পিভি সিন্ধুর কেরিয়ার

পিভি সিন্ধুকে দেশের অন্যতম সফল ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা হয়। কারণ পিভি সিন্ধু ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রথম এবং একমাত্র ভারতীয় এবং অলিম্পিক গেমসে টানা দুটি পদক জিতে ইতিহাস গড়েছেন। ২০১৬-র রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সিন্ধু। তাঁর পর ২০২০-র টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক যেতেন।  

২০০১ সালে মাত্র আট বছর বয়সে ভলিবল ছেড়ে ব্যাডমিন্টন খেলা শুরু করেন সিন্ধু। তার পর থেকে মেয়েদের ব্যাডমিন্টনে সাইনা নেহালের ব্যাটন বয়ে চলেছেন পিভি সিন্ধু। গত এক দশক ধরে ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল পুশারেলা ভেঙ্কট সিন্ধু। 

শুরুটা ২০১২ সালে। ওই বছর  চিনা মাস্টার্স থেকে জাতীয় স্তরে পরিচিতি গড়ে তোলেন। লন্ডন অলিম্পিকে গোল্ড মেডেলিস্টকে হারিয়ে চমকে দিয়েছিলেন সিন্ধু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিন্ধুকে। শাটল সিন্ধু হয়ে উঠেছেন ব্যাডমিন্টনের 'ওয়ান্ডার ওম্যান'।

২০১৩ এবং ২০১৪ সালে পর পর দু'বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এর পর ২০১৭ সাল থেকে টানা তিন বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছিলেন। ২০১৭, ২০১৮-তে রুপো জিতলেও ২০১৯ ফাইনালে সোনার পদক জিতেছিলেন সিন্ধু।  

কী কী পুরস্কার জিতেছেন পিভি সিন্ধু? 

২০১৩ সালে সিন্ধু অর্জুন পুরস্কার পেয়েছিলেন।  ২০১৫ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল পদ্মশ্রী। ২০১৬ সালে তিনি পেয়েছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। 
২০১৯ সালে সিন্ধু পেয়েছেন বিবিসি স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার। আর ২০২১ সালে তাঁর ঝুলিতে এসেছে পদ্মভূষণ। 

ফোবসের বিচারে ধনী মহিলা ক্রীড়াবিদ সিন্ধু

পিভি সিন্ধু শুধুমাত্র একজন তারকা ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেই আন্তর্জাতিক শিরোনামে রয়েছেন এমনটা কিন্তু নয়। দু'বারের অলিম্পিক জয়ী এই তারকা অ্যাথলিট কিন্তু দেশের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ। অন্তত এমনটাই জানাচ্ছে ফোবসের সমীক্ষা। তাঁর সম্পত্তির পরিমাণ একেবারে চমকে দেওয়ার মতো। 

ফোর্বসের মতে, সিন্ধু প্রায় ৫৯ কোটি টাকার সম্পত্তির মালকিন। ২০১৮ সালে সিন্ধুর বার্ষিক আয় ছিল ৮.৫ মিলিয়ন ডলার, আর ২০১৯ সালে তাঁর বার্ষিক আয়ের পরিমাণ ৫.৫ মিলিয়ন ডলার। এরপর ২০২২ ও ২৩ সাল মিলিয়ে সিন্ধু আয় করেছে ৭.১ মিলিয়ন ডলার। আর এই সমীক্ষার রিপোর্ট দেখে অনায়াসেই সিন্ধুর নামের আগে জুড়ে দেওয়া হয়েছে  'হায়েস্ট পেড' মহিলা ক্রীড়াবিদ বিশেষণটি। 

ব্যাডমিন্টন কোর্টের বাইরে সিন্ধু কিন্তু একজন খাঁটি ফ্যাশনিস্তা। যা সিন্ধুর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়।  পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জামাকাপড় পরতে ভালোবাসেন তারকা শাটলার। ব্যাডমিন্টনের জন্য সিন্ধুকে নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া করতে হয় ঠিকই, তবে আদ্যোপান্ত ফুডি পিভি সিন্ধু।

PV Sindhu

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও