জয় দিয়েই এশিয়ান গেসম শুরু করলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। বৃহস্পতিবার গ্রুপের ম্যাচে মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয় পেলেন তিনি। স্ট্রেট গেমে জিতে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু। ব্যাডমিনটনে মেয়েদের দলগত ইভেন্টে সহজ জয় পেয়েছেন ভারতের বাকি দুই শাটলারও।
শুটিংয়ে ফের সোনার সংসার। বৃহস্পতিবার এশিয়ান গেমসে ভারতকে ষষ্ঠ সোনা এনে দিলেন সরবজিৎ সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। ১৭৩৪ পয়েন্ট নিয়ে সোনা জিতলেন ভারতের তিন শুটার। এই ইভেন্টে রুপো চিনের।
এরআগে, এশিয়ান গেমসের শুরুতে ভারতকে পদক এনে দেন রোশিবিনা দেবী। উসুতে রুপো জিতেছেন ভারতের এই অ্যাথলিট। ৬০ কেজি বিভাগে ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী নাওরেম জিতেছেন রুপো । এই নিয়ে ভারতের ঝুলিতে এখন ২৪টি মেডেল।