জিমন্যাস্টিক বিশ্বকাপে পদক জিতলেন বাংলার প্রণতি নায়েক। তবে পদক জিতলেও প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত হল না। পাঁচ নম্বরে শেষ করলেন দীপা কর্মকার।
ভল্ট ইভেন্টের ফাইনাল প্রণতির স্কোর ছিল ১৩.৬১৬। ব্রোঞ্জ পদক জিতলেন। দেশের তৃতীয় জিমন্যাস্ট হিসেবে পদক জিতলেন প্রণতি নায়েক। ফাইনালে ছিলেন দীপা কর্মকার। বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করলেন তিনি।
আরও পড়ুন: সন্দেশখালিতে কেন অধরা শাহাজান? কী বললেন রাজ্য পুলিশের ডিজি?
এর আগে বিশ্বকাপে পদক জয়ের নজির ছিল অরুনা বুদ্দা রেড্ডি। দীপা কর্মকারও বিশ্বকাপে পদক জিতেছিলেন।