এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জয় পারুল চৌধরীর (Parul Chaudhary)। ৫০০০ মিটার হার্ডলসে (5000 Miter Final) দেশকে মঙ্গলবার সোনা এনে দিলেন পারুল। ৩০০০ মিটারের স্টিপলচেজে গত রবিবার রুপো জেতেন তিনি। এবার ৫০০০ মিটার সোনার পদক উপহার দিলেন দেশকে।
মঙ্গলবার এই ইভেন্টের ফাইনালে শুরুর দিকে এগিয়ে ছিলেন বাহরিনের অ্যাথলিট বন্টু এদাও রেবিতু। এরপরই লিড নেন জাপানের প্রতিযোগী রিরিকা হিরোনাকা। ফাইনাল ল্যাপের ঠিক আগের মুহূর্তে হিরোনাকাকে পেরিয়ে ফিনিশ লাইন ছুঁয়ে ফেলেন পারুল।
আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও কাঁটা বৃষ্টি, নির্ধারিত সময় হল না টস