Paris Olympics 2024: কাতারের হারের মধুর 'বদলা', আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক্সের সেমিতে ফ্রান্স

Updated : Aug 03, 2024 12:24
|
Editorji News Desk

কাতার বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপেদের হারের যেন মধুর 'প্রতিশোধ' নিল ফ্রান্স। অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছল আয়োজক ফ্রান্স। ১৯৮৪ সালের পর আর ফুটবলে সোনা জিততে পারেনি ফ্রান্স। ফলে এই ম্যাচের পর আশার আলো দেখছেন সে দেশের সমর্থকরা। 

শুক্রবার অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স এবং আর্জেন্টিনা। শুরু থেকেই এই ম্যাচে আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। কিন্তু ফ্রান্সের একটি গোলই তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। যে গোল আর শোধ করতে পারেননি নীল-সাদা জার্সিধারীরা। 

ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই ফ্রান্সের গোলটি আসে জ্যা ফিলিপ্পে মাতেতার পা থেকে। ব্যবধান বাড়াতে আরও একটি গোল করেন ওলিস। কিন্তু শেষ পর্যন্ত গোলটি বাতিল করে দেয় ভিআরএস। শেষ পর্যন্ত ১-০ গোলে ২০০৪ ও ২০০৮ সালের সোনাজয়ী দলকে হারায় আয়োজক দেশ ফ্রান্স। 

ঘরের মাঠে ফ্রান্স ম্যাচ জিতলে ফরাসিরা আনন্দ উল্লাস শুরু করে দেন। অভিযোগ, সেই সময় ফ্রান্সের ফুটবলার এনজো মিলোট আর্জেন্টিনার ডাগ আউট লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এর ফলে বচসায় জড়িয়ে পড়েন দু'দলের ফুটবলাররা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একই উত্তেজনা লক্ষ্য করা যায় গ্যালারিতেও। 

Olympic

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও