চোখের জলে ভিনেশ-বরণ। অলিম্পিক শেষ করে শনিবার দেশে ফিরলেন ভারতের এই কুস্তিগীর। মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টের ফাইনালে উঠেও পদক থেকে বঞ্চিত হয়েছিলেন। ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ার কারণে, তাঁকে বাতিল করা হয়েছিল। এরপর রুপোর দাবি তিনি লড়াই করেছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। সেখানেও তাঁর মামলা খারিজ করে দেওয়া হয়েছে। এদিন দিল্লি ফিরে ভিনেশ জানিয়েছেন, দেশের মানুষ যে ভাবে কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে, তাতে তিনি কৃতজ্ঞ। চিরজীবন মনে রাখবেন দেশবাসীর এই প্রয়াস।
ভিনেশকে সম্প্রতি চ্যাম্পিয়ন বলেই অ্যাখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চ্যাম্পিয়নকে বরণ করতেই এদিন দিল্লি বিমানবন্দরে ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তাঁর সঙ্গীরা। তাঁদের কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়লেন কুস্তি থেকে সদ্য অবসর নেওয়া ভিনেশ ফোগাত।
গত কয়েকদিন তাঁর উপর দিয়ে অনেক ঝড়ই গিয়েছে। ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ভিনেশের ব্যক্তিগত কোচ দাবি করেছেন, এই ঘটনায় তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। তাই আপাতত কয়েকদিন বিশ্রাম নিতে চান ভিনেশ। ফিরতে চান নতুন ভাবনা নিয়ে।