২৩তম গ্র্যান্ডস্লাম জয় নোভাক জোকোভিচের (Novak Djokovic)। ক্যাসপার রুডকে টানা ৩ সেটে হারিয়ে ফরাসি ওপেনে (Roland Garros) রেকর্ড গড়লেন জোকার। এতদিন পর্যন্ত সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছিল তাঁর ও নাদালের। রবিবার ফাইনাল জিতে ২৩-এ পা রাখলেন সার্বিয়ার তারকা।
অবসর নিয়ে ফেলেছেন রজার ফেডেরার। চোটের জন্য এবার নেই রাফায়েল নাদাল। টেনিস বিশ্বের এই প্রজন্মের তিন সেরার মধ্যে সবথেকে পরে কেরিয়ার শুরু করেছিলেন। কেরিয়ারের তৃতীয় ফরাসি ওপেন জিতে নাদাল ও ফেডেরারকে পেরিয়ে গেলেন জোকোভিচ।
আরও পড়ুন: আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে কাদের বিরুদ্ধে খেলবে ভারত, সূচি ঘোষণা আইসিসি-র
এদিন ম্যাচে প্রথম থেকেই দাপট ছিল জোকারের। ৭-৬ ও ৬-৩ পয়েন্ট নিয়ে দুটি সেট জিতে যান জোকোভিচ। তৃতীয় সেটে লড়াই করেন ক্যাসপার রুড। কিন্তু শেষ হাসি হাসেন নোভাক।
এই রেকর্ড গড়ার পরই টুইট করেন রাফায়েন নাদাল। সতীর্থকে শুভেচ্ছা জানান তিনি। নাদাল লেখেন, "কয়েকবছর আগে ২৩ একটি এমন নম্বর ছিল, যা অসম্ভব মনে হত। তুমি সেটা সম্ভব করে দেখালে। তোমাকে আর তোমার পরিবারকে অভিনন্দন।"