Novak Djokovic: সুরকির কোর্টেই তেইশের নজির, রোলা গারোঁ জিতে আবেগপ্রবন নোভাক জোকোভিচ

Updated : Jun 11, 2023 23:55
|
Editorji News Desk

টেনিস বিশ্বে অসম্ভব সংখ্যা ছিল ২৩। এতদিন এই সংখ্যায় পৌঁছতে পারেননি কোনও কিংবদন্তি। ২০টি গ্র্যান্ডস্লাম জেতেন রজার ফেডেরার। রাফায়েল নাদালের ২২টি। চলতি বছরই অস্ট্রেলিয়ান ওপেন জেতেন নোভাক। তখনই নাদালকে ছুঁয়ে ফেলেন। ফরাসি ওপেন জিতে ইতিহাস লিখলেন জোকার। জয়ের পর সার্বিয়ান টেনিস তারকা জানিয়েছেন, তিনি ভাগ্যবান, জীবনে ২৩তম গ্র্য়ান্ডস্লাম জিততে পেরেছেন। 

এদিন জয়ের পর কোর্টে শুয়ে পড়েন নোভাক। এই নজির গড়ার পর জোকোভিচ বলেন, "২৩তম গ্র্যান্ডস্লাম জয় প্যারিসে। এটা কোনও নিছক ঘটনা নয়। এই সুরকির কোর্টে জয় সব সময়ই কঠিন।" কেরিয়ারে এই নিয়ে ৩ নম্বর ফরাসি ওপেন জেতেন নোভাক। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। ৭বার উইম্বলডন। ৩বার ইউএস ওপেন। রবিবার তৃতীয়বার ফরাসি ওপেন জয় জোকোভিচের। ম্যাচ শেষের পর বলেন, "সাত বছর বয়স ছিল। তখন ভেবেছিলাম, উইম্বলডন জিতব ও বিশ্বের এক নম্বর হব। আমার সৌভাগ্য, এই স্থান অর্জন করতে পেরেছি।"

আরও পড়ুন: ফরাসি ওপেনের ফাইনালে ইতিহাস, ২৩তম গ্র্যান্ডস্লাম জয় জোকারের

ফরাসি ওপেনে পরপর দু বছর ফাইনালে উঠেছিলেন ক্যাসপার রুড। গতবার নাদালের বিরুদ্ধে হেরেছিলেন। এবার জোকোভিচ। ফাইনালে জোকোভিচের সঙ্গে লড়াই করলেন রুড। ম্যাচ শেষে ধন্যবাদই জানিয়েছেন রুড। তাঁর মতে, জোকারই তাঁর প্রেরণা। 

Novak Djokovic

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও