টেনিস বিশ্বে অসম্ভব সংখ্যা ছিল ২৩। এতদিন এই সংখ্যায় পৌঁছতে পারেননি কোনও কিংবদন্তি। ২০টি গ্র্যান্ডস্লাম জেতেন রজার ফেডেরার। রাফায়েল নাদালের ২২টি। চলতি বছরই অস্ট্রেলিয়ান ওপেন জেতেন নোভাক। তখনই নাদালকে ছুঁয়ে ফেলেন। ফরাসি ওপেন জিতে ইতিহাস লিখলেন জোকার। জয়ের পর সার্বিয়ান টেনিস তারকা জানিয়েছেন, তিনি ভাগ্যবান, জীবনে ২৩তম গ্র্য়ান্ডস্লাম জিততে পেরেছেন।
এদিন জয়ের পর কোর্টে শুয়ে পড়েন নোভাক। এই নজির গড়ার পর জোকোভিচ বলেন, "২৩তম গ্র্যান্ডস্লাম জয় প্যারিসে। এটা কোনও নিছক ঘটনা নয়। এই সুরকির কোর্টে জয় সব সময়ই কঠিন।" কেরিয়ারে এই নিয়ে ৩ নম্বর ফরাসি ওপেন জেতেন নোভাক। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। ৭বার উইম্বলডন। ৩বার ইউএস ওপেন। রবিবার তৃতীয়বার ফরাসি ওপেন জয় জোকোভিচের। ম্যাচ শেষের পর বলেন, "সাত বছর বয়স ছিল। তখন ভেবেছিলাম, উইম্বলডন জিতব ও বিশ্বের এক নম্বর হব। আমার সৌভাগ্য, এই স্থান অর্জন করতে পেরেছি।"
আরও পড়ুন: ফরাসি ওপেনের ফাইনালে ইতিহাস, ২৩তম গ্র্যান্ডস্লাম জয় জোকারের
ফরাসি ওপেনে পরপর দু বছর ফাইনালে উঠেছিলেন ক্যাসপার রুড। গতবার নাদালের বিরুদ্ধে হেরেছিলেন। এবার জোকোভিচ। ফাইনালে জোকোভিচের সঙ্গে লড়াই করলেন রুড। ম্যাচ শেষে ধন্যবাদই জানিয়েছেন রুড। তাঁর মতে, জোকারই তাঁর প্রেরণা।