সোমবার থেকে শুরু উইম্বলডন। ফরাসি ওপেন জিতে ২৩তম গ্র্যান্ডস্লাম জিতে ফেলেছেন। উইম্বলডনের ঘাসের কোর্টে আরও বেশি আত্মবিশ্বাসী জোকার। ২৪-এর লক্ষ্যে নামবেন সার্বিয়ান তারকা।
একবছরের চারটি গ্র্যান্ডস্লাম জেতার একমাত্র নজির রয়েছে রড লেভারের। ১৯৬৯ সালে এই নজির গড়েন লেভার। এবার অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে ফেলেছেন জোকোভিচ। রড লেভারের রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকছে তাঁর। এই প্রথম টেনিস বিশ্বে সেরা তিন তারকার মধ্যে অন্য দুজন খেলবেন না উইম্বলডনে। অবসর নিয়েছেন রজার ফেডেরার। নেই রাফায়েল নাদালও। তাই উইম্বলডন জয়ের সুযোগ থাকছে জোকারের।
আরও পড়ুন: সাফ কাপের সেমিফাইনালের আগে নিজের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল ছেত্রী
এখনও পর্যন্ত উইম্বলডনে ৮৬টি ম্যাচ জিতেছেন জোকোভিচ। একমাত্র ফেডেরার তাঁর থেকে এগিয়ে। এবার প্রথম ২০ শীর্ষ বাছাই যারা আছেন, তাঁদের মধ্যে জোকোভিচের ধারাকাছে কেউ নেই। তাই লড়াই এবার অনেকটাই সহজ তাঁর কাছে।