অলিম্পিকের আসর বসেছে প্যারিসে। গোটা বিশ্বের নজর এখন সেখানে। মেডেলের আশায় ভারতবাসীরাও তাকিয়ে রয়েছেন নীরাজ চোপড়া, পিভি সিন্ধুর মতো দাপুটে ক্রীড়াবিদের দিকে। এই আবহেই ওয়েট লিফটিং করে নজর কাড়ল নয় বছরের একটি ছোট্ট মেয়ে।
ওয়েট লিফটিং বা ভারোত্তোলন, আজকের যুগের একটি চর্চিত প্রতিযোগিতা। এই গেমেই পারদর্শী নয় বছরের আরশিয়া গোস্বামী। এত ছোট বয়সে অনায়াসেই ৪৫ কেজি ওজন তুলতে পারে সে। ইতিমধ্যেই তার ওজন তোলার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লম্বা শ্বাস নিয়ে সামনের দিকে পুরো শক্তি খরচ করে ৪৫ কেজির ওজন তুলে নেয় ছোট্ট আরশিয়া। এরপর কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখে। তারপর আবার নামিয়ে রেখে দেয়।
আরশিয়া গোস্বামী ভারতের কনিষ্ঠতম মেয়ে ডেডলিফটার। এই বয়সেই ডেডলিফটিং করেই বিশ্ব রেকর্ড এবং এশিয়ার রেকর্ড করে ফেলেছে সে। তাঁর ইন্সপিরেশন মীরাবাঈ চানু। আগামীদিনে দেশের হয়ে সোনা জিততে চায় আরশিয়া।