আরও একবার মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জয় নিখাত জারিনের। পরপর দুবার ৫০ কিলো বিভাগে সোনা জিতলেন তিনি।
মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিকবার বক্সিং চ্যাম্পিয়ন হলেন। শনিবার নীতু ঘাংঘাস ও সুইটি বোরা সোনা এনে দেন ভারতকে। রবিবার তৃতীয় সোনা এনে দিলেন জারিন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে গুয়েন থি তামকে ৫-০ ব্যবধানে হারান জ়ারিন। প্রথম থেকেই বিপক্ষকে চাপে রাখেন তিনি। প্রতিপক্ষ গুয়েন থি তাম এঁটে উঠতে পারেননি জারিনের কাছে। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে বিরল রেকর্ড গড়ে ফেলেন তেলাঙ্গানার জারিন।