সাক্ষী মালিক অবসরগ্রহণ করেছেন। বজরং পুনিয়া পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছেন। রেসলিং ফেডারেশনের নির্বাচনে ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং জয়লাভ করে প্রেসিডেন্ট হওয়ার পরই ক্ষোভে ফুটছেন কুস্তিগিররা। প্রেসিডেন্ট সঞ্জয় সিংয়ের সভাপতিত্বে নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটি এবার ভেঙে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরই জাতীয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ স্তরের প্রতিযোগিতা ঘোষণা করেন সঞ্জয় সিং। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত হয়েছে। কুস্তিগিররা পর্যাপ্ত সময় পাবেন না।
জাতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী, যুব ও সিনিয়র স্তরের প্রতিযোগিতা আয়োজনের আগে একগিকিউটিভ কমিটি বৈঠক করে। তারপর সূচি সামনে আসে। প্রস্তুতির ১৫ দিন সময় দিতে হবে। কিন্তু সভাপতি হয়েই উত্তরপ্রদেশের গোন্ডাতে প্রতিযোগিতার ঘোষণা করে দেন সঞ্জয় সিং।