ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট নীরজ চোপড়া। আর অন্যদিকে, রয়েছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী কুস্তিগীর মনু ভাকর। তাঁদেরই নাকি বিয়ের জল্পনা। এমনটাই মনে করছেন নেটিজনরা।
কেন এমন ধারণা ?
আসলে, রবিবার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ক্রীড়ামহলে লাজুক বলে পরিচিত নীরজ চোপড়া কথা বলছেন মনু ভাকরের সঙ্গে। আর মনুর সঙ্গে কথা বলার সময় একেবারেই চোখে চোখ রাখতে পারছেন না তিনি। লাজুক ভাবে কথা বলতে দেখা যায় মনুকেও। যদিও তাঁদের মধ্যে কী কথা হচ্ছিল তা শোনা যায়নি ওই ভিডিয়োতে।
জল্পনা শুধু এই ভিডিয়ো দেখেই শুরু হয়নি। এই ভিডিয়োর সঙ্গেই ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো। যেখানে মনু ভাকেরের মাকে দেখা গিয়েছে নীরজ চোপড়ার সঙ্গে কথা বলতে।
আসলে, মনু ভাকরের মা সুমেধা ভাকরকে প্যারিসেই নীরজের সঙ্গে দেখা করেছেন। মনুর সঙ্গেও নীরজের বন্ধুত্ব তৈরি হয়েছে বলে খবর। আর তারপরেই দেখা যায় মনুর মায়ের সঙ্গে নীরজের কথোপকথন হচ্ছে। যা গুঞ্জন ছড়াচ্ছে এই দুই তারকা অ্যাথলিটের বিয়ের।