জ্যাভলিন থ্রো-তে :ছেলেদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স অ্য়াসোসিয়েশন সদ্য এই তালিকা প্রকাশ করেছে। তাতে ভারতীয় হিসেবে শীর্ষে আছেন নীরজ।
টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন নীরজ। গত ৬ মে দোহায় প্রথম ডায়মন্ড লিগ জেতেন নীরজ। এবার বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে উঠলেন নীরজ। তাঁর সংগ্রহ ১৪৫৫ পয়েন্ট।
নীরজের পরে তালিকায় আছেন অ্য়ান্ডারসন পিটার্স। তাঁর পয়েন্ট ১৪৩৩। তিন নম্বরে জাকুব ভাদেলেক, জুলিয়ান ওয়েবের ও আর্শাদ নাদিম।