ঝুলিতে ৬টি আটহাজারি শৃঙ্গ ছোঁয়া হয়ে গিয়েছে বঙ্গকন্যা পিয়ালি বসাকের। এত সাফল্যের পরেও কোথায় এখন পিয়ালি! সম্প্রতি মা প্রয়াত হয়েছেন। বাবাও শয্যাশায়ী। এখন ৮০ লক্ষ টাকার দেনায় ডুবে এই বঙ্গকন্যা। এই পরিস্থিতিতে চন্দননগরের বইমেলায় জুতো, জ্যাকেটের স্টল দিয়েছিলেন। কিন্তু তেমন সুরাহা হয়নি।
বইমেলার স্টলে কেউ এলেই হাসিমুখে তাঁদের সঙ্গে কথা বলতেও দেখা যায় পিয়ালিকে। পাহাড়ে চড়ার অভিজ্ঞতা, শৃঙ্গজয়ের অভিজ্ঞতাও ক্রেতাদের সঙ্গে শেয়ার করে নেন পিয়ালি। চন্দননগর বইমেলায় তেমন লাভ না হলেও হাল ছাড়ছেন না। কলকাতা বইমেলার দিকে নজর শৃঙ্গজয়ী বাঙালি পর্বতারোহীর। তিনি জানিয়েছেন, কলকাতা বইমেলায় নিজেই থাকবেন তিনি।
আরও পড়ুন: স্পনসরদের পাশে দাঁড়াতে চায় ইস্টবেঙ্গল, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নজর ক্লাবের
দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে আছে পিয়ালির পরিবার। ২০১৬ সালে অস্ত্রোপচার হয় তাঁর। ২০১৮ সালে মানাসুলু, ২০২১ সালে ধবলাগিরি, ২০২২ সালে এভারেস্ট ও লোৎসে জয়। ২০২৩ সালেও অন্নপূর্ণা ও মাকালু জয় করেন পিয়ালি। এভারেস্ট ছোঁয়ার পরেও সরকার প্রদত্ত ৭ লক্ষ টাকা আসেনি। পাননি স্পনসরও।