৩৬তম ন্যাশনাল গেমসে সোনা জিতলেন ভারোত্তলক মীরাবাই চানু। শুক্রবার মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন তিনি। শুক্রবার মণিপুরের হয়ে খেলতে নামেন চানু। ১৯১ কেজি ওজন তুলেছেন তিনি।
সামনে এশিয়ান গেমস ও অলিম্পিক। জাতীয় গেমসে সোনা জয়ের পরই সেই প্রস্তুতিও শুরু হয়ে গেল মীরাবাইয়ের। স্ন্যাচে প্রথমবার ৮১ কেজি ওজন তোলেন তিনি। এরপর তুলে নেন ৮৪ কেজি। তখনই অন্য প্রতিযোগীদের থেকে ৩ কেজিতে এগিয়ে ছিলেন। তৃতীয়বার আর কোনও ওজন তোলেননি।
এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি তোলেন মীরাবাই। দ্বিতীয়বার ১০৭ কেজি তোলেন তিনি। প্রায় সাড়ে চার বছর পর কামব্যাক করলেন সঞ্জিতা।