Paris Olympics 2024: শুটআউটে রুদ্ধশ্বাস জয়, প্যারিসে হকির শেষ চারে হরমনপ্রীতরা, এবার লক্ষ্য পদক

Updated : Aug 04, 2024 16:20
|
Editorji News Desk

অলিম্পিকের পরই অবসর। হারলে এটাই হয়ে যেত শেষ ম্যাচ। তাই নিজের কোয়ার্টার ফাইনালে নিজের সবটুকু উজাড় করে দিলেন গোলকিপার পিআর শ্রীজেশ। ৭০ মিনিট বারবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ত্রাতা হয়ে এলেন। আর শুটআউটে গুরুত্বপূর্ণ সময় শট বাঁচিয়ে দলকে সেমিফাইনালে তুললেন তিনিই। ৪-২ ব্যবধানে জয় হরমনপ্রীতদের। 

৭০ মিনিটে খেলা শেষ হয় ১-১ ব্যবধানে। এদিন রেড কার্ড দেখেন অমিত রুইদাস। তাঁর স্টিক গ্রেট ব্রিটেনের এক খেলোয়াড়ের মাথায় লাগে। এরপর ১০ জনেই খেলে টিম ইন্ডিয়া। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। অলিম্পিকে এই নিয়ে সাত নম্বর গোল করলেন ভারত অধিনায়ক। গোল করার পর ডিফেন্সিভ খেলার জন্য ২৭ মিনিটে সমতা ফেরায় গ্রেট ব্রিটেন। দ্বিতীয় কোয়ার্টারে গ্রেট ব্রিটেন বারবার চাপ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি। সৌজন্য গোলকিপার পিআর শ্রীজেশ। ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে।

শুটআউটে দুই টিমই প্রথম দুটি শটে গোল করে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত। উইলিয়ামসনের তিন নম্বর শট আটকে দেন শ্রীজেশ। ভারতের হয়ে গোল করেন ললিত উপাধ্যায়। চার নম্বর গোল আসতেই খেলা শেষ হয়ে যায়। 

মঙ্গলবার অলিম্পিকে হকির সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে ভারত। আর সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ  আর্জেন্টিনা অথবা জার্মানি। দুই টিমের মধ্যে যারা জয়ী হবে, তাদেরই মুখোমুখি হবে ভারত। ৪৪ বছর পর হকিতে সোনা জয়ের স্বপ্ন দেখছেন হরমনপ্রীতরা। 

hockey india

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও