প্যারিসে আর পদক জয়ের হ্যাটট্রিক করা হল না ভারতীয় শুটার মনু ভাকরের। শনিবার তৃতীয় পদকের আশায় মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ হল তাঁর। তৈরি করা হল না এক নয়া ইতিহাস। এদিনের ফাইনালে শেষপর্যন্ত চতুর্থ স্থানে শেষ করলেন ভারতের এই তারকা শ্যুটার।
এদিনের লড়াইয়ে প্রথম সিরিজের পর ছয় নম্বরে ছিলেন মনু। তৃতীয় সিরিজের পর দ্বিতীয় স্থানে ছিলেন। শুরু থেকে ভালই লক্ষ্যভেদ করছিলেন। প্রথম এলিমিনেশনের পর তাঁর স্কোর ছিল ১৩। কিন্তু ক্রমেই লড়াই কঠিন হচ্ছিল। অষ্টম রাউন্ডে মনু এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর দুজনেই ২৮ পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে পিছিয়ে পড়েন ২২ বছরের ভারতীয় তারকা শুটার। শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকে ইভেন্ট শেষ করেন তিনি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক্সে আপাতত তিনটি পদক জিতেছে ভারত। তিনটি পদকই এসেছে শ্যুটিং থেকে। আর এই তিনটি পদকের মধ্যে দুটিতেই অবদান আছে মনু ভাকেরের। প্যারিসে ভারতের প্রথম পদকও আনেন তিনি। শনিবার তৃতীয় পদকের লক্ষ্যে নেমেছিলেন মনু।