পারলেন না লাভলিনা বোরগোহাই। চিনের শীর্ষ বাছাই কুইয়ান লি ইনের কাছে মেয়েদের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় তাঁর। রবিবার নর্থ প্যারিস এরিনায় বক্সিংয়ে ফের স্বপ্নভঙ্গ হল ভারতের।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লাভলিনা। অসমের এই বক্সারের কাছে এবারও পদক জয়ের স্বপ্ন দেখেছিল দেশ। কিন্তু অষ্টম বাছাই লাভলিনা আক্রমণ সামলাতে পারলেন না। রিংয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। কিন্তু প্রথম রাউন্ডে দারুণ শুরু করেন চিনা কুইয়ান। পরপর আক্রমণ শানিয়েও কাজ হয়নি। খেলা শেষ হয় ৪-১ স্কোরে। শেষ চারে যাওয়ার আশা শেষ হয়ে যায় লাভলিনার।
বক্সিংয়ে ব্রোঞ্জ পদক এনেছিলেন বিজেন্দর সিং ও মেরি কম। টোকিও অলিম্পিকে তাঁদের পর একমাত্র বক্সার হিসেবে পদক এনেছিলেন অসমের লাভলিনা বরগোঁহাই। এশিয়ান গেমসে গত বছর রুপো জয়। তাই এবার প্যারিসেও তাঁকে নিয়ে অনেকটাই আশা ছিল। কিন্তু এবার সেই বাধা পার করতে পারলেন না লাভলিনা।
প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের সানিভা হফস্টাডকে ৫-০ ব্যবধানে হারান লাভলিনা। এই ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ছিল। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে লাভলিনাকে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, নিজের সবটুকু দিয়েছেন লাভলিনা। তবুও ৭৫ কেজি বিভাগে চিনের লি কিয়ানের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে হেরে এবারের অভিযান শেষ করলেন বক্সার।