রবিবার বক্সিংয়ে চতুর্থ সোনা জয় ভারতের। ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্য়ান পার্কারকে হারালেন লভলিনা বরগোঁহাই। অলিম্পিকে পদকজয়ী লভলিনা এবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের নজির গড়লেন। এটি তাঁর প্রথম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়।
75 কিলো বিভাগে বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন লাভলিনা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৮ ও ২০১৯ সালে ব্রোঞ্জ জেতেন তিনি। সোনা জয় এই প্রথম।
রবিবারই তৃতীয় সোনা জিতে নজির তৈরি করেছেন নিখাত জারিন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে টানা দুবার সোনা জিতে মেরি কমের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। রবিবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ফের সোনা জয় অসমের লভলিনার।