গুডবাই প্যারিস। দেখা হবে লস অ্যাঞ্জেলসে। ফলে আপাতত চার বছরের অপেক্ষা। রবিবার ভারতীয় সময়ে মধ্যরাতে শেষ হল কবিতার দেশে অলিম্পিক। যেখানে উল্লেখযোগ্য হয়ে রইল বেজিংয়ের পর আমেরিকা বনাম চিনের লড়াই। সবাইকে চমকে দিয়ে তৃতীয় স্থানে জাপানের উত্থান। আর মোট ছটি পদক নিয়ে এবার ৭১ নম্বরে ভারত।
এবার গোড়া থেকেই ফ্রান্সের মাটিতে পদক জয়ের লড়াইয়ে আমেরিকা বনাম চিনের টক্কর দেখা গিয়েছিল। অলিম্পিক শেষে সোনার দৌড়ে আমেরিকাকে রুখে দিয়েছে চিন। দুটি দেশই এবার ৪০টি করে সোনা জিতে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর এবারের মতো শেষ করেছে।
মোট পদক হিসাবে ১২৬টি জয় করেছে আমেরিকা। যা ঘরের মাঠে অলিম্পিকের আগে স্বস্তি দিয়েছে মার্কিনদের। এই কারণেই তারা এবারও চ্যাম্পিয়ন হয়ে প্যারিস ছেড়েছে। অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক-সহ বেশ কিছু ইভেন্টে চিনকে এবারও টেক্কা দিয়েছে আমেরিকা। আর সেটাই ফারাক করে দিয়েছে পদক তালিকায়।
তবে বিশেষজ্ঞদের দাবি, পদক তালিকায় চমকের নাম জাপান। ২০টি সোনা, ১২টি রুপো আর ১৩টি ব্রোঞ্জ মোট ৪৫টি পদক নিয়ে তারা তৃতীয়। যা অভূতপূর্ণ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। মনু ভাকেরের জোড়া ব্রোঞ্জ। কুস্তি, হকি ও শুটিংয়ে পদ। আর নীরজ চোপরার রুপো। এবারের প্যারিস থেকে এটাই প্রাপ্তি ভারতের।
মার্কিন মুলুকে অলিম্পিকে ক্রিকেট। এটাই চমক থাকবে লস অ্যাঞ্জেলসে। মূলত ভারতের চাপেই ক্রিকেটকে অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটকে। তার আগে আগামী মঙ্গলবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভাগ্য পরীক্ষা হবে ভারতের অবসরপ্রাপ্ত কুস্তিগীর ভিনেশ ফোগাতের।