Leander Paes: প্রাক্তন স্ত্রীকে ১ লক্ষ টাকা খোরপোশের নির্দেশ, আদালতে শাস্তি মকুবের আর্জি লিয়েন্ডার পেজের

Updated : Nov 16, 2022 07:14
|
Editorji News Desk

গার্হস্থ্য হিংসার মামলায় শাস্তি মকুবের আবেদন লিয়েন্ডার পেজের। মুম্বইয়ের দায়রা আদালতে এই আবেদন করেছেন ভারতের এই টেনিস তারকা। প্রাক্তন স্ত্রী রিয়া পিল্লাই প্রতি মাসে ১ লক্ষ টাকা দাবি করে মামলা করেন। সেই মামলায় আদালত রিয়ার পক্ষেই রায় দেয়। কিন্তু লিয়েন্ডার সেই নির্দেশ বাতিলের দাবিতেই আদালতের দারস্থ হয়েছেন বলে খবর। এর পাশাপাশি লিয়েন্ডারের আরও দাবি, তাঁদের সম্পর্ক সাধারণ বিয়ের মতো ছিল না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মামলায় দোষী সাব্যস্ত হন লিয়েন্ডার। ২০১৪ সালে এই টেনিস তারকার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন প্রাক্তন 'সঙ্গী' রিয়া পিল্লাই। লিয়েন্ডারকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি আদালত রিয়াকে দু’টি নির্দেশ দেয়। এক, লিয়েন্ডারের সঙ্গে যে বাড়িতে বাস করতেন, তা রিয়াকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে টেনিস তারকাকে বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা এবং জীবনধারণের খরচ হিসেবে আরও ১ লক্ষ টাকা দেবেন রিয়াকে। তবে রিয়া ওই বাড়ি না ছাড়লে কোনও টাকা পাবেন না বলেও জানায় আদালত। 

আরও পড়ুন- Sam Curran: বিরাট-সূর্যদের হারালেন, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে সেরা স্যাম কারান

তবে আদালতে লিয়েন্ডারের দাবি, তাঁরা সাধারণ স্বামী-স্ত্রীর মতো থাকতেন  না। ২০০৬ সালে সন্তানের জন্মের পর তার কথা ভেবেই এই সম্পর্ক তাঁরা রেখে দিতে চেয়েছিলেন। পাশাপাশি, বাবা ভেস পেজের অসুস্থতার কথা জানিয়ে শাস্তি মকুবের আবেদন জানান লিয়েন্ডার।

Rhea PillaiLeander Paes1 lakhmumbaiCourt

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও