১০০ পদকের লক্ষ্যে অবিচল টিম ইন্ডিয়া। শুক্রবার পদক তালিকায় চার নম্বরে উঠে এল ভারত। দিনের শেষে শট পাটে পদক জিতলেন কিরণ বালিয়ান। এশিয়ান গেমসে অ্যাথলেটে প্রথম পদক দেশের।
শুক্রবার এখনও পর্যন্ত ৩৩টি পদক জিতে নিয়েছে ভারত। ৮টি সোনা, ১২টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ জিতেছে ভারত। এদিনও এগিয়ে শুটাররাই। পালক ও এষা সিং ঐতিহাসিক জয় পেলেন শুটিংয়ে। সোনা ও রুপো জেতেন তাঁরা। ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে রুপো জয় ঐশ্বরি প্রতাপ সিংয়ের। তিনি আগেও দলগত ইভেন্টে রুপো জিতেছেন। রোহন বোপান্না ও রুতুরাজ ভোসলে টেনিসের মিক্সড ডাবলসে ফাইনালে উঠেছেন।
আরও পড়ুন: শনিবার একাধিক বড় ম্যাচে নামছে ভারত, কোন কোন ম্যাচে আসতে পারে পদক
শনিবার আরও পদকের লক্ষ্যে নামবে ভারত। একাধিক ইভেন্টে জয়ের সম্ভাবনা আছে শুটিং, টেনিস, টেবল টেনিস, বক্সিং টিমের। গোটা দেশের নজর থাকবে অ্যাথলেটদের দিকে।