বুধবার তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে প্রথম সোনা জিতল ভারত। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওতালে। দক্ষিণ কোরিয়ার জুটি সো চায়ওন ও জু জাইহুনকে ১৫৯-১৫৮ পয়েন্টে হারান ভারতীয় জুটি।
বুধবার এই নিয়ে ৭১তম পদক জিতল ভারত। ১৬তম সোনা জয় দেশের। চার বছর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে শেষবার ১৬টি সোনা জিতেছিল ভারত।
আরও পড়ুন:বিশ্বকাপের বোধন সচিনের হাত ধরেই, ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন মাস্টার ব্লাস্টার