Jannik Sinner : ডোপিং সমালোচনার মধ্যেই বিরাট সাফল্য, দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার

Updated : Sep 09, 2024 12:10
|
Editorji News Desk

ডোপিং বিতর্কের মধ্যে ইতিহাস গড়লেন  ইয়ানিক সিনার। ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব জিতলেন তিনি। পুরুষদের সিঙ্গেলসে স্ট্রেট সেটে যুক্তরাষ্ট্রের ঘরের ছেলে টেলর ফ্রিটজকে হারিয়েছেন সিনার। 

ভারতীয় সময় হিসেবে, রবিবার রাতে টেলরের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন ২৩ বছরের ইয়ানিক সিনার। গ্যারালি তখন গলা ফাটাচ্ছে ঘরের ছেলের জন্য। কিন্তু সেই সব কোনও রকম প্রভাব ফেলতে পারেনি সিনারের উপর। প্রথম সেটের ফলাফল হয় ৬-৩। আর দ্বিতীয় সেটে ৬-৪ হয়।

দুই রাউন্ডেই রীতিমতো লড়াই করেছেন টেলর। কিন্তু ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন সিনার। এরপর তৃতীয় সেটের ফলাফল ৭-৫ হওয়ায় সহজেই সেরার শিরোপা জিতে নেন ইতালির তারকা টেনিস প্লেয়ার  ইয়ানিক সিনার। এই নিয়ে দু'বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। 

চলতি ইউএস ওপেন ছিল অঘটনের। কারণ এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন কার্লোস আলকারাজ এবং নোভাক জোকোভিচ। ফলে, ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন এই সুযোগকেই কাজে লাগিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিলেন সিনার। তাঁর হাতে ট্রফি তুলে দেন আন্দ্রে আগাসি। 

উল্লেখ্য, কয়েকমাস আগেই ডোপ কেলেঙ্কারিতে নাম জড়ায় ইয়ানিক সিনারের। মার্চ মাসে দু'বার নিষিদ্ধ ওষুধ ব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ার পর সিনার জানিয়েছিলেন, না জেনেই এই কাজ করেছিলেন তিনি। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরেও তাঁকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয় টেনিস কর্তৃপক্ষ। যার জেরেই উঠেছিল সমালোচনার ঝড়। 

Jannik Sinner

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও