ডায়মন্ড লিগেই কী ফের দেখা যাবে সোনার ছেলেকে ? চোট সারিয়ে কী ফের মাঠে ফিরবেন নীরজ চোপড়া ? এই মাসের শেষেই লুসানেতে হবে ডায়মণ্ড লিগের আসর। টুর্নামেন্টের সরকারি ওয়েব সাইটে দাবি করা হয়েছে, তাতে যোগ দিচ্ছেন ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়া। যদিও নীরজের তরফে এখনও এই ব্যাপারে কোনও সিলমোহর দেওয়া হয়নি।
তবে টুর্নামেন্টের ওয়েব সাইটের দাবি অনুযায়ী, এই প্রতিযোগিতায় ভারতের সোনার ছেলেকে চ্যালেঞ্জ জানাবেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেখ এবং জার্মানির জুলিয়ান ওয়েবার। সম্প্রতি নীরজ জানিয়েছিলেন তিনি আহত। কারণ, অনুশীলন করতে গিয়ে তাঁর পেশীতে টান লেগেছে। তার জন্যই নেদারল্যান্ডসে আয়োজিত এফবিকে গেমস ও ফিনল্যান্ডের পাভো নুরমি মিট থেকে নাম তিনি নাম প্রত্যাহার করেছেন।
এই চোটের কারণেই ভুবনেশ্বরে চলতি আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারছেন না নীরজ। এমনকী, ২৭ জুন চেক প্রজাতন্ত্রে একটি টুর্নামেন্টে নীরজ খেলবেন কি না, সেই বিষয়ে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি।