জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন নিগ্রহের অভিযোগ। কুস্তিগিরদের চিঠি পাওয়ার পর জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন ভারতের অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষা (PT Suha)। তাঁর নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আছেন বাংলার প্রাক্তন অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়ও।
শুক্রবার প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক চলে। এরপরই অলিম্পিক্স অ্যাসোসিয়েশন একটি তদন্ত কমিটি তৈরি করে। সেই কমিটিতে আছেন মেরি কম, অলকানন্দ অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব। কমিটিতে আছেন দুই আইনজীবীও।
আরও পড়ুন: কেন্দ্রের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার কুস্তিগিরদের, তদন্ত কমিটির ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
ভারতীয় কুস্তি ফেডারশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে চিঠি লিখে ৪ দফা দাবি করেন কুস্তিগিররা। সেই চিঠিতে তাঁরা লেখেন, আইওএ অবিলম্বে তদন্ত শুরু করুক। জাতীয় সংস্থার সভাপতিকে পদত্যাগ করতে হবে। চলতি কমিটি ভেঙে দেওয়া হোক। নতুন কমিটি গঠন করতে গেলে কুস্তিগিরদের পরামর্শ নিতে হবে। এরপরই নড়েচড়ে বসে আইওএ।
বিনেশ অভিযোগ করেন, শ্লীলতাহানি নিয়ে কথা বললে, তাঁর কেরিয়ার শেষ করে দেওয়া হবে বলেও হুমকি পান তিনি। অভিযোগ, তাঁকেও টোকিও অলিম্পিকের সময় মানসিকভাবে নির্যাতন করেছেন ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ। ফোগাট জানান, মনে হত জীবন শেষ করে দিই।