স্বপ্ন ছিল সোনা জয়ের। কিন্তু এশিয়ান গেমসে মেয়েদের স্কোয়াশে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ঠ থাকতে হল ভারতকে। দলগত বিভাগের মেডেল ম্যাচে হংকংয়ের কাছে হেরে ব্রোঞ্জ জিতলেন ভারতীয়রা। জ্যোৎস্না চিনাপ্পার মতো তারকা খেলোয়াড়রাও মেডেল ম্যাচে হেরে গিয়েছেন।
এশিয়ান গেমস টেনিসে সবাইকে হতাশ করে রুপো জিতল ভারতীয় জুটি সাকেত মিয়ানি এবং রামকুমার রামানাথন। শুক্রবার পুরুষদের ডবলসের সোনার ম্যাচে তাঁরা হেরে গেলেন চাইনিজ তাইপেয়ের বিরুদ্ধে। স্ট্রেট সেটে হেরে রুপো জিতলেন দুই ভারতীয়। তবে এই হারে হতাশ ভারতীয় টেনিস মহল।
চার বছর আগে এশিয়ান গেমসের টেনিসে সোনা জিতেছিল ভারত। সোনা জিতেছিলেন রোহন বোপান্নারা। মূলত, স্টেডিয়ামে থাকা দর্শক এবং প্রতিপক্ষের আগ্রাসণের কাছেই হেরে গেল ভারতীয় জুটি।
এশিয়ান গেমসে ভারতীয় শাটলারদের পারফরম্যান্সে হতাশ গোটা দেশ। থাইল্যান্ডের কাছে হেরে গেমসের দলগত ইভেন্ট থেকে বিদায় ভারতের। এদিন কোয়ার্টার ফাইনাল ম্যাচের সিঙ্গলসে প্রথম হার স্বীকার করেন পিভি সিন্ধু। থাই প্রতিপক্ষের কাছে লড়াই করে হেরে যান তিনি। এরপর দ্বিতীয় সিঙ্গলস এবং মিক্সড ডবলসেও হার ভারতের।