ছেলেদের টিম সোনা জিতে ইতিহাস তৈরি করেছিল। মেয়েরা হকিতে ততটা পারলেন না। জাপানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে শেষ করল মহিলা হকি টিম।
শনিবার হাংঝৌতে ভারতের হয়ে প্রথম ৫ মিনিটেই গোল করেন দীপিকা। ৩০ মিনিটে সমতা ফেরায় জাপান। গোল করেন নাগাই ইউরি। ৫০ মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোল করে এগিয়ে দেন সুশীলা চানু।
পরপর তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠে ভারত। চিনের বিরুদ্ধে ৪-০ গোলে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় মেয়েদের।