আজারবাইজান অল্পের জন্য হাতছাড়া হয়েছে। কিন্তু চিন থেকে তিনি সোনা নিয়েই দেশে ফিরতে চান। তাই তার প্রস্তুতি হিসাবে কলকাতাতেই অনুশীলন করবেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে এশিয়ান গেমসের প্রস্তুতি। প্রজ্ঞানন্দ ছাড়া এই শিবিরেই প্রস্তুতি নেবে ভারতের আর চার দাবাড়ু।
এই প্রথম দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন কোনও ভারতীয়। প্রথম দুটি ম্যাচে বিশ্বের একনম্বরকে আটকে দিয়েছিলেন প্রজ্ঞানন্দ। কিন্তু গত বৃহস্পতিবার ফাইনাল টাইব্রেকার বিশ্বকাপ হাতছাড়া হয় তাঁর। প্রজ্ঞানন্দ ছাড়া এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছেন বিদিত গুজরাতি, অর্জুন এরিগাইসি, ডি গুকেশ ও পেন্টালা হরিকৃষ্ণ। তাঁরা এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
আরও পড়ুন : বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে হার, লড়েও কার্লসেনের বিরুদ্ধে আটকে গেলেন প্রজ্ঞানন্দ
৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা চলবে একটি দাবা টুর্নামেন্ট। এশিয়ান গেমসের পাশাপাশি ওই টুর্নামেন্টেও খেলবেন এই পাঁচ ভারতীয় দাবাড়ু।