এশিয়ান গেমস হেপ্টাথেলনে পদক হারানোর পর ক্ষোভে ফেটে পড়েছিলেন বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মণ। অভিযোগ করেছিলেন সতীর্থ নন্দিনীর বিরুদ্ধে। সোশাল মিডিয়া ঝড় উঠেছিল স্বপ্নার পোস্টের পর। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ঢোঁক গিললেন বাংলার অ্যাথলিট। নিজের পোস্ট মুছে দিলেন সোশাল মিডিয়া থেকে।
এদিকে স্বপ্নার টুইটের পরেই এই ব্যাপারে মুখ খুলেছেন হেপ্টাথেলনে ভারতের ব্রোঞ্জজয়ী অ্যাথলিট নন্দিনী। এক জাতীয় সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, স্বপ্নার কাছে যদি কোনও প্রমাণ থাকে, তাহলে প্রমাণ করে দেখাক। কারণ, তিনি জানেন, তিনি কী ।
মূলত এদিন সকালে টুইট করে স্বপ্না বর্মণ অভিযোগ করেছিলেন, তিনি একজন রূপান্তিত নারীর কাছে হেরে গিয়েছেন। এই অভিযোগ করে নন্দিনীর নারীত্ব নিয়েই প্রশ্ন তুলে দেন জলপাইগুড়ির এই বাসিন্দা। যদিও সরকারি ভাবে নন্দিনীকে নিয়ে কোনও কিছুই জানানো হয়নি।