এশিয়ান গেমস টেনিসে সবাইকে হতাশ করে রুপো জিতল ভারতীয় জুটি সাকেত মিয়ানি এবং রামকুমার রামানাথন। শুক্রবার পুরুষদের ডবলসের সোনার ম্যাচে তাঁরা হেরে গেলেন চাইনিজ তাইপেয়ের বিরুদ্ধে। স্ট্রেট সেটে হেরে রুপো জিতলেন দুই ভারতীয়। তবে এই হারে হতাশ ভারতীয় টেনিস মহল।
চার বছর আগে এশিয়ান গেমসের টেনিসে সোনা জিতেছিল ভারত। সোনা জিতেছিলেন রোহন বোপান্নারা। মূলত, স্টেডিয়ামে থাকা দর্শক এবং প্রতিপক্ষের আগ্রাসণের কাছেই হেরে গেল ভারতীয় জুটি। এর আগে,
এশিয়ান গেমস শুটিংয়ে ভারতের সোনার দৌড় অব্যাহত। শুক্রবার প্রথম সোনা এল ছেলেদের ৫০ মিটার রাইফেলের ট্রিপিল পজিশনের দলগত ইভেন্টে। এদিন দেশের হয়ে সোনা জিতলেন স্বপনীল খুসলে, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং অখিল শেওরান। ১৭৬৯ পয়েন্ট পেয়ে সোনা জয় ভারতীয় দলের।
দিনের প্রথম মেডেল । আবারও শুটিংয়ে । এশিয়ান গেমসের মঞ্চে আবারও মেয়েদের জয়জয়কার । মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রুপো জিতলেন ভারতীয় মেয়েরা । ভারতকে গর্বিত করেছেন এষা সিং, পলক ও দিব্যা থাড়িগোল । এষা ও পলক দু'জনেই ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের জন্য খেলবেন ।