ক্রিকেটে হতে অনেক দেরি। তার আগেই ভারতের মাটিতে ভারত-পাকিস্তানের লড়াইয়ের স্বাদ পাওয়া যাবে। বুধবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে প্রতিপক্ষ দুই প্রতিপক্ষ। পয়েন্ট টেবলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। চার নম্বরে পাকিস্তান।
৬ দলের এই টুর্নামেন্টে পাঁচ গোল করে এখনও শীর্ষে রয়েছেন ভারতের হরমনপ্রীত। তাঁর অবদান পাঁচ গোল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে ভারতই। টুর্নামেন্টে গোল হয়েছে ৫১টি। ভারত গোল করেছে ১৬টি। সবচেয়ে বেশি পেনাল্টি কর্নারও ভারতের ঝুলিতে।
ভারত-পাকিস্তান দু দেশই বুধবার মাঠে নামছে নিজেদের ম্যাচ জিতে। কোরিয়াকে হারিয়েছে ভারত। চিনের বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্টে শেষ চারে কার্যত উঠে গিয়েছে ভারত।